সাতক্ষীরায় বিএনপির দোয়া অনুষ্ঠানে যুবলীগের হামলা, আহত ৬
বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠানে হামলা চালিয়েছে যুবলীগ।
প্রথম নিউজ, সাতক্ষীরা : বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠানে হামলা চালিয়েছে যুবলীগ। হামলায় শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সহ ৬ জন আহত হয়েছেন। শনিবার বিকালে শ্যামনগর উপজেলা ইটভাটা মোড়ে একটি এতিমখানায় এ ঘটনা ঘটে। এ সময় ২৫টি মটরসাইকেল ভাংচুর করা হয়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আশিক এলাহি মুন্না জানান, তার দলের নেতাকর্মীরা এতিমখানায় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চলাকালে যুবলীগের সদস্য হাফিজুর রহমান ও রহমতের নেতৃত্বে হামলা চালায়। হামলায় তিনি সহ বিএনপি কর্মী মতিন, মাস্টার ওহেদ, জহিরুল ইসলাম সহ ৬ জন আহত হয় ।
শ্যামনগর থানার ইন্সপেক্টর ওহেদ মোর্শেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকটি মটরসাইকেল ভাংচুর করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: