মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচরের কাদিরপুর ইউনিয়নের সিকিম আলী মাদবরকান্দি মান্নান আকনের ছেলে ইলিয়াস আকন (৫১), চরগজারিয়া এলাকার হামেদ মাতুব্বরের ছেলে লোকমান মাতুব্বরকে (৩৪)।
প্রথম নিউজ, মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ১৫ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের হাজী শরিয়ত উল্লাহ ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচরের কাদিরপুর ইউনিয়নের সিকিম আলী মাদবরকান্দি মান্নান আকনের ছেলে ইলিয়াস আকন (৫১), চরগজারিয়া এলাকার হামেদ মাতুব্বরের ছেলে লোকমান মাতুব্বরকে (৩৪)।
আহতদের মধ্যে ডিগ্রিরচর এলাকার মো. রফিক (২৯), মো. সোহেল (২৮), যাদুয়ারচর এলাকার কালু (৪০), মো. রিপন মাতুব্বর (২৪) এর নাম জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় শিবচরের দত্তপাড়া এলাকায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষে নসিমনযোগে বাড়ি ফিরছিলেন ১৭ জন নির্মাণ নির্মাণ। ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরিয়ত উল্লাহ ব্রিজের টোলপ্লাজা পার হয়ে আন্ডারপাসের ভেতর হয়ে একটি মাইক্রোবাস প্রবেশ করে।
এ সময় সংঘর্ষ এড়াতে গিয়ে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। নসিমনে থাকা ১৭ জন শ্রমিকের সবাই গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় ইলিয়াস আকন, লোকমান মাতুব্বর, মো. রফিক, মো. সোহেল, কালু মিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ইলিয়াস আকন ও লোকমান মাতুব্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শিবচর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. জাকির হোসেন বলেন, নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আহতদের মধ্যে দুইজন মারা যায়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়েই এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: