ভালুকায় নিরাপদ সড়ক দিবসে হাইওয়ে পুলিশের উদ্যোগে র‌্যালী ও আলোচনা 

ভালুকায় নিরাপদ সড়ক দিবসে হাইওয়ে পুলিশের উদ্যোগে র‌্যালী ও আলোচনা 

প্রথম নিউজ, ময়মনসিংহ: গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ভালুকায় পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি পালন উপলক্ষে আজ ভরাডোবা হাইওয়ে পুলিশের উদ্যোগে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিক এবং সুধীজনদের সমন্বয়ে এক র‌্যালী ও আলোচনা সভা’র আয়োজন করা হয়।

র‌্যালীটি বাসস্ট্যান্ড ইউটার্ন পয়েন্ট থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপুর্ন স্থান প্রদক্ষিন করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে ভরাডোবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার,সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি মলয় নন্দী মানিক, 

হাইওয়ে পুলিশের সার্জেন্ট আমিনুল ইসলাম, শ্রমিক ইউনিয়ন সভাপতি নাজমুল হক সরকার,হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি আবু হানিফসহ অন্যরা। সমাবেশ পরিচালনা করেন ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক। অনুষ্ঠানে জনগনকে সচেতন করতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরন করা হয়। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom