গোপালগঞ্জে ইজিবাইকচালক হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড
ইজিবাইকচালক জাহিদুল ইসলাম বাবুকে (১৭) কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত
প্রথম নিউজ, গোপালগঞ্জ : গোপালগঞ্জের সদর উপজেলায় ইজিবাইকচালক জাহিদুল ইসলাম বাবুকে (১৭) কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো— গোপালগঞ্জের চন্দ্রদীঘলিয়া এলাকার খালিদ ফকির, একই এলাকার রাজ্জাক মোল্লা ও বিপুল ফকির, মোকসেদপুরের বেসপুর এলাকার হাসান শেখ এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হোসিয়ার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যা. শহিদুজ্জামান খান পিটু এ তথ্য নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২৫ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ পুলিশলাইনস থেকে জাহিদুল ইসলাম বাবুর ইজিবাইকটি ভাড়া করেন পাঁচজন। রাতেই কাশিয়ানি উপজেলায় গোপালপুরে রাস্তার পাশে তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে রাখে যায় দুর্বৃত্তরা।
এর পর ৩০ সেপ্টেম্বর ওই ইজিবাইকচালকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২ অক্টোবর নিহতের বাবা নজরুল মোল্লা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: