জয়পুরহাটে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেলো চালকের
এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন।
প্রথম নিউজ, জয়পুরহাট: জয়পুরহাটে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে পিকআপভ্যানের চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। আজ শনিবার সকালে ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট -বগুড়া সড়কের শালবন এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পিকআপ চালক মাসুদ রানা চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুবাগান গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। আহত মাছ ব্যবসায়ী মনোরঞ্জন একই জেলার গোমস্তাপুর উপজেলার দৌলভপুর গ্রামের বিশ্বনাথ হাওলাদারের ছেলে।
ওসি নীরেন্দ্রনাথ মন্ডল জানান, ওই মাছ ব্যবসায়ী বগুড়ার মোকামতলায় মাছ বিক্রি করে চাপাইনবাবগঞ্জে ফিরছিলেন। পথে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালকের মৃত্যু হয়।
এ ঘটনায় পিকআপভ্যানে থাকা মাছ ব্যবসায়ী মনোরঞ্জন আহত হয়েছেন। স্থানীয়রা আহত মনোরঞ্জনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: