ভাণ্ডারিয়ায় ধান ক্ষেতে মিলল যুবকের লাশ
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশারিবুনিয়া গ্রামের ধান ক্ষেত থেকে মো: নাইম বেপারি (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রথম নিউজ, পিরোজপুর : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশারিবুনিয়া গ্রামের ধান ক্ষেত থেকে মো: নাইম বেপারি (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার লাশটি উদ্ধার করা হয়। তার সাথে একটি মোবাইল সেট, একটি টর্চ লাইট, এক টুকরা ব্লেড ও একটি প্লাস্টিকের পানির বোতল পাওয়া গেছে। নাইম ব্যাটলিয়ান আনসার সদস্য মো: রুহুল আমিন বেপারির ছোট ছেলে। নাইম পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক।স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নাইম বেপারি প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে স্থানীয় পশারিবুনিয়া বাজারের ক্লাব থেকে টেলিভিশনে খেলা দেখে রাতে আর বাড়ি ফিরেনি। শনিবার সকালে তার মা মুকুল বেগম একই এলাকার এক আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় নিজ বসত বাড়ির অদুরে ধান চাষের মাঠের এক পাশে গাছের নিছে ছেলের লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন।
স্থানীয়রা থানায় খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বড় ভাই রাজীব বেপারীর দাবি, তার ভাইকে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে এভাবে ফেলে রেখেছে। এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: