ঝুঁকিপূর্ণ সেতু: দোয়া-দরুদ পড়ে পার হই

ট্রাকচালক আমজাদ মিয়া বলেন, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। দোয়া-দরুদ পড়ে সেতু পার হই।

ঝুঁকিপূর্ণ সেতু: দোয়া-দরুদ পড়ে পার হই
ফাইল ফটো

প্রথম নিউজ,মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতুর পূর্ব প্রান্তে হোসেন্দী ইউনিয়ন। এই ইউনিয়নের জামালদী-হোসেন্দী সড়কের লস্করদী এলাকার বেইলি সেতুটি দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

স্থানীয়রা জানান, সেতুটি দিয়ে পাঁচ টন ভারবাহী যান চলাচলের নিয়ম থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪ চাকা বিশিষ্ট লরি ও মালবাহী যানবাহন চলাচলের কারণে সেতুটি আরও বেহাল হয়ে পড়েছে। ফলে যেকোনো সময় ভেঙে পড়তে পারে সেতুটি। ট্রাকচালক আমজাদ মিয়া বলেন, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। দোয়া-দরুদ পড়ে সেতু পার হই।

জামালদী গ্রামের বাসিন্দা ব্যাটারিচালিত অটোরিকশার চালক রায়হান মিয়া বলেন, প্রায় প্রতিদিন ছোট যানবাহন উল্টে  চালক ও যাত্রী আহতের ঘটনা ঘটে। বিকল্প কোনো সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই চলচল করি। গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হক মিঠু বলেন, শিল্প কারখানার ভারী যানবাহন চলাচলের কারণে যেকোনো সময় সেতু ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে।

গজারিয়া উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ সেতু এলাকায় সমীক্ষা চালানো হয়েছে। স্বল্প সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কংক্রিটের সেতু নির্মাণ কাজ শুরু করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom