বাংলাদেশকে সঙ্গে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

 বাংলাদেশকে সঙ্গে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে সঙ্গে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

প্রথম নিউজ, ডেস্ক : শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এশিয়ার সঙ্গে ইউরোপের লড়াই। কাবাডিতে শ্রীলংকার প্রায় দুই দশকের যাত্রা। অন্যদিকে এশিয়ার এই খেলাটিতে ইংল্যান্ডের যাত্রা খুব বেশি দিনের নয়। দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে নবীন-প্রবীণের এমন এক লড়াইয়ে জিতেছে এশিয়ার দেশটি।

রোববার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে ২টি লোনাসহ ৪৪-১৯ পয়েন্টে ইংল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের সঙ্গে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে লঙ্কানরাও।

বিশ্ব র‍্যাংকিংয়ে ছয় নম্বরে থাকা শ্রীলঙ্কা প্রথমার্ধে ২টি লোনাসহ ২৯-৬ পয়েন্টে এগিয়েছিল। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন লাকমোহন ধানুশান।

ম্যাচ সেরার ১০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি তুলে দেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ঢাকা রেঞ্জ) নুর ই আলম মিনা ও ঢাকা ব্যাংক লিমিটেডের এসইভিপি অ্যান্ড ম্যানেজার শেখ আবদুল বাকির।

ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে ৩টি লোনাসহ স্বাগতিক বাংলাদেশের কাছে ৪৬-১৫ পয়েন্টে পরাজিত হয়। অন্যদিকে প্রথম ম্যাচে ২টি লোনাসহ ২৯-১০ পয়েন্টে মালয়েশিয়াকে পরাজিত করেছিল শ্রীলঙ্কা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom