দেশের ক্লান্তিকালে সংস্কৃতি কর্মীরা অগ্রনী ভুমিকা পালন করেছে : এমরান সালেহ প্রিন্স
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশে আজ মুক্ত বুদ্ধি চর্চ্চার কোন সুযোগ নেই।

প্রথম নিউজ, রফিকুল ইসলাম রফিক, ময়মনসিংহ : বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশে আজ মুক্ত বুদ্ধি চর্চ্চার কোন সুযোগ নেই। গনতন্ত্র,বাকস্বাধিনতা সব কিছুই নিয়ন্ত্রন করছে সরকার। দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার মুক্তিই একমাত্র পথ। এ আন্দোলনকে ত্বরান্বিত করতে সংস্কৃতি কর্মীদের অগ্রনী ভুমিকা নিতে হবে। বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী প্রতিটি সংস্কৃতি কর্মীকে ঐক্যবদ্ধ করে সরকারের অপকর্মের বিরুদ্ধে জাগ্রত করতে জাসাসকে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করতে হবে।
প্রিন্স বলেন, মানুষের ভোটের অধিকার ও বাক স্বাধিনতা হরন করে দেশে আজ এক নায়কতন্ত্র কায়েম করা হয়েছে। স্বেচ্ছাচারী সরকারকে হটাতে শিল্পী,সাহিত্যিক,সাংবাদিক,শিক্ষকসহ সকল শ্রেনী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জাসাস শক্তিশালী হলে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ বিএনপি কার্যালয়ে জাসাস ময়মনসিংহ জেলা দক্ষিন,উত্তর ও মহানগর শাখা আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র যুগ্ম আহŸায়ক ও ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি শরীফ মাহমুদুল হক সঞ্চয়ের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জাসাস নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ বিভাগীয় টিমের আহ্বায়ক সঙ্গীত শিল্পী হাসান চৌধুরী।
জেলা জাসাসের সাবেক সাধারন সম্পাদক খন্দকার মহিউদ্দিন মঈনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক এড.ওয়ারেছ আলী মামুন, সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার, সাবেক সংসদ সদস্য নুরুল কবীর শাহিন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,
জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আশরাফ হোসেন শাহিন, সায়মন তারিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আমিন খসরু, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মফিদুল ইসলাম মোহন, জেলা জাসাসের সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, জাসাস নেতা শফিকুল ইসলাম, মতিউর রহমান মতিসহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বক্তাগন বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে আটকে রেখেছে। তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দিচ্ছে। তাই এ সরকারের কাছে দাবী নয় দুর্বার আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করতে হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: