১৭ বছর পর গ্রেপ্তার হলেন শফিকুল

প্রতারণার মামলায় আদালত সাজাপ্রাপ্ত শফিকুল ইসলামকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ

১৭ বছর পর গ্রেপ্তার হলেন শফিকুল
সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম

প্রথম নিউজ, রাজবাড়ী: প্রতারণার মামলায় আদালত সাঁজাপ্রাপ্ত শফিকুল ইসলামকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের রায় ঘোষণার প্রায় ১৭ বছর পর রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বড় পাতুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এতো দিন তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। ওসি শহিদুল ইসলাম জানান,  মধুখালী সিআর মামলা নম্বর ৫১/০৪ এ প্রতারণা মামলায় ২০০৪ সালে আদালত শফিকুল ইসলামকে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সাঁজার নির্দেশ দেন আদালত।কিন্তু মামলার রায় ঘোষণার পর থেকে শফিকুল ইসলাম আত্মগোপনে চলে যান। এরপর তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার (১২ অক্টোবর) গভীর রাতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বড় পাতুরিয়া গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, শফিকুল ইসলাম এতোদিন তার শ্বশুড় বাড়ি পাতুরিয়া গ্রামে ছিলেন। বুধবার (১৩ অক্টোবর) গ্রেপ্তারকৃত শফিকুল ইসলামকে ফরিদপুরের আমলী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ফরিদপুরের মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এতথ‌্য নিশ্চিত করেছেন।

 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom