এনসিপি’র কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, অবরোধ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা ও এনসিপিসহ বিভিন্ন সংগঠন। হামলার পর গতকাল এসব কর্মসূচি পালন করেন তারা। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ঘোষণায় বলা হয়, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।
এনসিপি’র পদযাত্রা কর্মসূটিতে হামলার প্রতিবাদে বিকাল ৫টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। অবরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন (বাগছাস) ও এনসিপি’র নেতাকর্মীরা এই অবরোধে অংশ নেয়। ঘণ্টাখানেক পর ৬টার দিকে নেতাকর্মীরা সড়ক ছেড়ে দেন।
এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে ‘বিপ্লবীদের একশন, ডাইরেক্ট একশন; এনসিপি’র একশন, ডাইরেক্ট একশন; গোপালগঞ্জে হামলা কেন? ইন্টেরিম জবাব দে; আমার ভাই আহত কেন, জবাব দে; মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ; গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি?’ ইত্যাদি স্লোগান দেন। পরে এনসিপি আহ্বায়ক নাহিদের বরাত দিয়ে ফেসবুকে পোস্ট করে ব্লকেড সরিয়ে নিতে বলা হলে শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, এনসিপি’র পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আল্টিমেটাম ঘোষণা দেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদী।
হাদী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে শুক্রবার হাজার হাজার মানুষ নিয়ে গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ করা হবে।
অন্যদিকে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা ও দলীয় নেতাকর্মীরা। বিকাল ৬টার পর থেকে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। মহাসড়কের কাউতলী এলাকায় অবস্থান নেন তারা। এ সময় কুমিল্লা-সিলেট লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। নোয়াখালীর মাইজদী সুপার মার্কেট সংলগ্ন চার লেন সড়কে জুলাই বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বরিশাল নথুল্লাবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মাদারীপুর শহরের লেকপাড় এলাকায় বিক্ষোভ করেছে এনসিপি’র নেতাকর্মীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের পাশে অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
উল্লেখ্য, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।