পিআর পদ্ধতি নির্বাচন রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র - ড. একেএম শামছুল ইসলাম সূর্য

প্রথম নিউজ, নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলে রবিবার (৫ জুলাই) ৯ নং আচার গাও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সিংদই খাল পাড় বাজার মাঠে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন আমাদের বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা শহীদ জিয়ার জাতীয়তাবাদকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে প্রতিশ্রুতিবদ্ব। উক্ত কর্মী সমাবেশে নান্দাইল পৌর সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলের সভাপতিত্বে ও এনামুল হক সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, বিএনপি নেতা বাবু পল্লব রায়, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লব, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, যুবদল নেতা হাজী সাইফুল ইসলাম, বিএনপি নেতা লুৎফর রহমান, যুবদল নেতা সোহেল ভূঁইয়া, যুবদল নেতা রাসেল, উপজেলা ছাত্রদলের ফাহাদ খান, হৃদয়, দূর্জয়, সাগর, সম্রাট সহ প্রমুখ।
এসময় উক্ত কর্মী সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন।