ঐশ্বরিয়াকে রাগাতে ভয়ঙ্কর কিছু করতে হবে : অভিষেক

প্রথম নিউজ, অনলাইন: বিচ্ছেদ হচ্ছে কি হচ্ছে না— সেই নিয়ে গুঞ্জন যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে। যদিও অভিষেক স্পষ্ট জানিয়েছিলেন, এসব গুজবের কোনো ভিত্তি নেই, তবু তাদের সম্পর্ক নিয়ে কৌতূহল পিছু ছাড়েনি।
তবে এসব জল্পনার মাঝেই ফের ভাইরাল অভিষেকের একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে স্ত্রীর জন্য তার মুখে ছিল গর্বের ছাপ।
২০১৬ সালে এক সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ‘ঐশ্বরিয়া ভালোবাসায় ভরা একজন মানুষ। ও কখনোই চিৎকার করে না। ওকে রেগে যেতে দেখার জন্য আপনাকে সত্যিই খুব খারাপ কিছু করতে হবে।’
সাক্ষাৎকারে ঐশ্বরিয়া ‘গ্ল্যামারাস’ ইমেজ নিয়েও প্রশ্ন করা হলে অভিষেক স্পষ্ট জানান, শুধুমাত্র চাকচিক্যের জন্য সিনেমা বাছেন না ঐশ্বরিয়া।
বরং তিনি সবসময় চরিত্রনির্ভর সিনেমা করতে চান। অভিষেকের কথায়, ‘ঐশ্বরিয়া একজন অভিনেত্রী। ওর ক্যারিয়ার শুরু হয়েছিল ‘ইরুভার’-এর মতো একেবারেই ডি-গ্ল্যাম ছবিতে, যেটি পরিচালনা করেছিলেন মণি রত্নম। বেশির ভাগ ছবিতেই ও চরিত্র অনুযায়ী চ্যালেঞ্জ নিয়েছে, কখনও শুধু গ্ল্যামারের পিছনে ছোটেনি।
’
২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ও ২০০৩-এ ‘কুছ না কহো’ ছবিতে বন্ধুত্ব, আর তার পরে ২০০৫-০৬ সালে ‘উমরাও জান’-এর শ্যুটিং চলাকালীন প্রেমে পড়া—এইভাবেই জমে ওঠে ঐশ্বরিয়া ও অভিষেকের সম্পর্ক। ‘গুরু’ ছবির প্রিমিয়ারের পর নিউ ইয়র্কেই অভিষেক বিয়ের প্রস্তাব দেন ঐশ্বরিয়াকে। ২০০৭ সালের ২০ এপ্রিল বচ্চন বাড়িতে বসে বিয়ের আসর। তাদের কন্যা আরাধ্যার বয়স এখন ১২।
সুত্র : দ্যা ওয়াল