চীনকে ঠেকাতে ফিলিপাইনকে যুদ্ধজাহাজ দিচ্ছে জাপান

চীনকে ঠেকাতে ফিলিপাইনকে যুদ্ধজাহাজ দিচ্ছে জাপান

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: দক্ষিণ ও পূর্ব চীন সাগরে বেইজিংয়ের সামরিক আধিপত্য মোকাবেলায় জাপান তাদের ব্যবহৃত ছয়টি যুদ্ধজাহাজ ফিলিপাইনকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে জাপানি দৈনিক ইয়োমিউরি। রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দুই ঘনিষ্ঠ মিত্র জাপান ও ফিলিপাইনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইয়োমিউরি জানিয়েছে, জাপানের আবুকুমা-শ্রেণির ছয়টি ডেস্ট্রয়ার—যেগুলো তিন দশকেরও বেশি সময় ধরে দেশটির মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সে ব্যবহার হয়েছে—ফিলিপাইনকে হস্তান্তরের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একাধিক সরকারি সূত্রের বরাত দিয়ে তারা জানায়, এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে গত মাসে সিঙ্গাপুরে জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি ও ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্দো থিওডোরোর বৈঠকে।

চুক্তির অংশ হিসেবে চলতি গ্রীষ্মেই ফিলিপাইনের সামরিক প্রতিনিধিদল যুদ্ধজাহাজগুলো পরিদর্শনে যাবে বলে জানিয়েছে পত্রিকাটি। তবে বার্তা সংস্থা রয়টার্স মন্তব্য জানতে চাইলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু জানাতে অস্বীকৃতি জানায়। ফিলিপাইন সেনাবাহিনী ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

টোকিও ও ম্যানিলা উভয়ই চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা নিয়ে উদ্বিগ্ন। দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্স এবং পূর্ব চীন সাগরে জাপান বারবার চীনের হুমকির মুখোমুখি হচ্ছে। এ অবস্থায় দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো হয়েছে।

গত বছর জাপান ও ফিলিপাইন পারস্পরিক প্রবেশাধিকার চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে দুই দেশের সেনাবাহিনী একে অপরের ভূখণ্ডে মোতায়েন হতে পারবে। এছাড়া তারা যৌথ সামরিক মহড়া, জাপানের রাডার সহায়তা প্যাকেজ এবং উচ্চপর্যায়ের কৌশলগত সংলাপেও অংশ নিয়েছে।

জাপানের সংবিধান অনুযায়ী যুদ্ধজাহাজ রপ্তানিতে কড়াকড়ি থাকলেও টোকিও বলছে, ম্যানিলার কাছে সরবরাহ করা সরঞ্জাম ও যোগাযোগ ব্যবস্থা ‘যৌথ উন্নয়ন প্রকল্প’ হিসেবে বিবেচনা করা হবে, যাতে শান্তিবাদী নীতির ব্যত্যয় না ঘটে।

আবুকুমা-শ্রেণির ডেস্ট্রয়ারগুলো তুলনামূলকভাবে ছোট আকারের। প্রতিটি জাহাজ পরিচালনায় প্রয়োজন হয় প্রায় ১২০ জন ক্রু। এসব যুদ্ধজাহাজে ডুবোজাহাজ প্রতিরোধী সেন্সর, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, টর্পেডো টিউব এবং ভারী কামান রয়েছে বলে জানিয়েছে জাপানের নৌবাহিনী।

উল্লেখ্য, বর্তমানে ফিলিপাইনের নৌবাহিনীর কোনো ডেস্ট্রয়ার নেই। তাদের বহরে রয়েছে কেবলমাত্র ফ্রিগেট ও কর্ভেট শ্রেণির হালকা অস্ত্রে সজ্জিত নৌযান, যা আকার ও ক্ষমতায় ডেস্ট্রয়ারের তুলনায় অনেকটাই দুর্বল। জাপান থেকে পাওয়া এই যুদ্ধজাহাজগুলো তাদের সমুদ্র প্রতিরক্ষায় বড় ধরনের সক্ষমতা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।