ফের ত্রুটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে, জয়পুরে জরুরি অবতরণ

ফের ত্রুটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে, জয়পুরে জরুরি অবতরণ

একের পর এক সমস্যার মুখে পড়ছে ভারতের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। এবার সৌদি আরবের রিয়াদ থেকে দিল্লিগামী একটি ফ্লাইট জয়পুরে জরুরি অবতরণ করে। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ফ্লাইটটি জয়পুরে ঘুরিয়ে নেওয়া হয়েছে, তা জানা যায়নি।
 

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর এআই৯২৬ রিয়াদ থেকে বিকেল ৫টার পর উড্ডয়ন করেছিল এবং দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১টার দিকে অবতরণ করার কথা ছিল। তবে সেটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগের সপ্তাহে টোকিও থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটের কেবিনে তাপমাত্রা বেশি হয়ে যাওয়ায় সেটিকেও কলকাতায় ঘুরিয়ে নেওয়া হয়। পরে একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানান, বিমানটি নিরাপদে কলকাতায় অবতরণ করেছে এবং তাতে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

এরও আগে জুন মাসে যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট মাঝ আকাশে বোমা হুমকি পাওয়ার পর রিয়াদে অবতরণ করতে বাধ্য হয়। তবে রিয়াদে অবতরণের পর বিমানটিতে কোনো বোমা বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি এবং সব যাত্রী নিরাপদ ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।