দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে আগুন
দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে অবস্থিত দেশটির পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে
প্রথম নিউজ, ডেস্ক : দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে অবস্থিত দেশটির পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে পার্লামেন্ট ভবনে আগুন ধরে। সে সময় চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর সদস্যরা।
পার্লামেন্ট ভবন এবং এর ছাড়ে আগুন লাগার ঘটনা এএফপিকে নিশ্চিত করেছেন কেপ টাউনের জরুরি বিভাগের মুখপাত্র।
তিনি বলেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সামাজিক মাধ্যমে ঘটনাস্থলে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়টি এখন নিশ্চিত নয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: