যুক্তরাষ্ট্রে শপিং মলে হামলা, নিহত ২, আহত ৮
প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন আরও আটজন। এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে একজনকে।
স্থানীয় সময় সোমবার ( ২৫ অক্টোবর) বোয়িস টাউন স্কয়ারের একটি মলে এ হামলার ঘটনা ঘটে। বোয়িস পুলিশ প্রধান রায়ান লি জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও প্রাথমিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছু জানাননি তিনি।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই তলা বিশিষ্ট শপিং মলটিতে স্টোর ও রেস্টুরেন্ট মিলিয়ে দেড় শতাধিক আউটলেট রয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, করোনা মহামারিতে লকডাউনের মধ্যেও ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ৬১৪টি গুলি করে হত্যার ঘটনা ঘটে। ২০১৯ সালে একই রকম হামলা ঘটনা ঘটে ৪৩৪টি।