মালয়েশিয়ায় ঝড় তুললেন পরীমনি

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বর্তমানে দেশের বাইরে আছেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। উইজার্ড শোবিজের আয়োজনে ছেলে পদ্মকে নিয়ে মালয়েশিয়ায় উড়াল দেন তিনি। দেশ ছাড়ার সময় এ খবর সামাজিক মাধ্যমে ভক্তদের জানিয়েছেন পরী নিজেই। এমনকি এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল জার্নির বিভিন্ন মুহূর্ত প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, মালয়েশিয়ার রাস্তায় ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তও ভাগ করে নিয়েছেন। দেশটির রাজধানী কুয়ালালামপুর থেকে একের পর এক বেশ কয়েকটি ছবিও ভাগ করে নেন পরী।
এবার এই চিত্রনায়িকাকে এক আকাশচুম্বী ভবনের সামনে দেখা গেল। গত রোববার রাতে ফেসবুকে পোস্ট করা একগুচ্ছ ছবিতে দেখা যায়, সাদা টাওয়েল জ্যাকেট ও কালো ইননারে ধরা দিয়েছেন নায়িকা। খোলা চুলে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে তাকিয়েছেন; আর সেখানে যেন ধরা পড়েছে এক অন্যরকম পরীকে। আর তা দেখেই পোস্টের মন্তব্য ঘরে রীতিমতো বয়ে যায় ভক্ত-অনুরাগীদের প্রতিক্রিয়া-মন্তব্যের ঝড়। কতোটা ঝড় তুলেছেন নায়িকা- তা তার সেই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। কারণ সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে নেটদুনিয়ায়।