অল্পের জন্য রক্ষা পেলেন ভারতী সিং
কমেডি কুইন ভারতী সিং প্রথম হোস্ট যে অন্তঃসত্ত্বা থাকাকালীন শো পরিচালনা করছেন
প্রথম নিউজ, ডেস্ক : কমেডি কুইন ভারতী সিং প্রথম হোস্ট যে অন্তঃসত্ত্বা থাকাকালীন শো পরিচালনা করছেন। তিনি তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে রিয়েলিটি শো হুনারবাজ হোস্ট করছেন। শুটিং সেটেই বড় একটি দুর্ঘটনায় পড়তে গিয়েছিলেন তিনি। ভাগ্য সহায়! কোনো অঘটন ঘটেনি।
সম্প্রতি ভারতীর একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেছেন যে হর্ষ আজ তাকে বকাঝকা করেছে। কারণ তিনি সেটে পড়ে যেতে গিয়ে বেঁচে যান। এমনকি ভারতী যখন এই ভিডিওটি তৈরি করছিলেন, তখনও হর্ষ তাকে বকাঝকা করছিলেন।
ভিডিওতে হর্ষ ভারতীকে বকাঝকা করে বলছেন, পরের বার এভাবে হাঁটাচলা করলে মার খাবে। এসব চলবে না। ভিডিওতে ভারতীকে তার স্বামীর গালে আদর করে চুমু খেতে দেখা গেছে।
স্বামী হর্ষকে ধমক দেওয়ার পর ভারতী বলেন, তুমি আমাকে বকা দিয়েছ, এখন সরি বলো। হর্ষকে সরি বলতে না দেখে, ভারতী তার মজার স্টাইলে চিৎকার করে এবং হর্ষকে সরি বলতে বলে। তারপর হর্ষ সরি বলে ভারতীর গালে চুমু খায়।
ভারতী-হর্ষের এই ভিডিও দেখে স্তম্ভিত ভক্তরা। ভারতীকে নিজের যত্ন নিতে বলছেন প্রত্যেকে। এটি ভারতী সিং ও হর্ষের প্রথম সন্তান। প্রথম সন্তান নিয়ে বেশ উচ্ছ্বসিত এই দম্পতি।
ভারতীকে তার পরিবারের সদস্যরা গর্ভাবস্থায় কাজ না করার পরামর্শ দিয়েছিল। কিন্তু ভারতী ডেলিভারির তারিখ পর্যন্ত কাজ করতে চান। ভারতী সেই ধারণার বিরুদ্ধে যেখানে নারীদের গর্ভাবস্থায় কাজ করতে বাধা দেওয়া হয়। ভারতী বলেছেন যে সেটে সবাই তার যত্ন নিচ্ছেন।
ভারতীর গর্ভাবস্থায় তার স্বামীর সমর্থন পাচ্ছেন। হর্ষ তার খুব যত্ন নেন। ভারতী ও হর্ষের জুটি মানুষের প্রিয়। তারা একসঙ্গে তাদের ইউটিউব চ্যানেলও চালান যেখানে ভারতী আজকাল তার মেজাজের পরিবর্তন এবং গর্ভাবস্থার অভিজ্ঞতা শেয়ার করেন।
ভারতী এবং হর্ষ তাদের আসন্ন সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভারতী সিং ইনস্ট্রাতে বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: