আরটিভিতে ‘ইয়াং স্টার’

প্রথম নিউজ, ডেস্ক : স্যাটেলাইট চ্যানেল আরটিভির আয়োজনে মিউজিক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’র স্টুডিও অডিশনের টানা রেকর্ডিং ছিল গত ১৫ থেকে ১৭ নভেম্বর।
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এ রিয়েলিটি শোতে অংশগ্রহণের জন্য সারা দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য প্রতিযোগীরা আবেদন করেন। এর মধ্য থেকে নিয়ম অনুযায়ী ৫ হাজার প্রতিযোগীর গান রেজিস্ট্রেশনের জন্য নেওয়া হয়।
পরবর্তীতে স্টুডিও অডিশন রাউন্ডের জন্য ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়। তিন বিচারক যাচাই-বাছাই করবেন। স্টুডিও অডিশনের পর্বগুলোই আগামী ২৩ নভেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় আরটিভির পর্দায় প্রচার হবে।
‘গলা ছেড়ে গাও’ এই স্লোগানে রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করছেন ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। শো’র টাইটেল সং লিখেছেন এ মিজান এবং সুর সঙ্গীত করেছেন ইবরার টিপু।
রিয়েলিটি শো’র উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানী লাবণ্য। অনুষ্ঠানটি আরটিভি প্লাস ও আরটিভি রিয়েলিটি শোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
‘ইয়াং স্টার’ প্রসঙ্গে বিচারক ইবরার টিপু বলেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ছোট বাচ্চারা তাদের স্বপ্নটা দেখা শুরু করতে পারে। এই যে তারা আরটিভি ইয়াং স্টার এতবড় একটি স্বপ্ন নিয়ে আসছে, এটা আমি মনে করি তাদের জন্য একটি যুগান্তরকারী সুযোগ সৃষ্টি করে দিয়েছে আরটিভি। আমি খুবই উচ্ছ্বসিত এ কারণে যে, গানে আমাদের অনেক সম্ভাবনাময় ছেলেমেয়ে রয়েছে, তারা চাইলেই আগামীতে নি:সন্দেহে ভালো অবস্থান সৃষ্টি করে নিতে পারবে।
প্রতীক হাসান বলেন, বিচারক হিসেবে আমার প্রথম পথচলা, যে কারণে এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। সবচেয়ে বড় বিষয় হলো, যে ধরনের কণ্ঠ আমরা পাচ্ছি, তাতে সত্যিই আমরা ভীষণ আশাবাদী। পড়শী বলেন, যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে অনেকেই ভালো করেন, কিন্তু এরমধ্য থেকেও আমরা সবচেয়ে ভালো যিনি বা যারা গান করছেন তাদের খুঁজে বের করার চেষ্টা করেছি। অনেকের জন্য খারাপ লাগছে। তারপরও আবেগটাকে পাশ কাটিয়ে সত্যিকারের মেধাবী শিল্পীদের আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করছি। বিচারক হিসেবে আমার প্রথম পথচলা- এটাও আমার জন্য অনেক বড় প্রাপ্তি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: