আবার মা হওয়ার খবর জানালেন রানি মুখার্জি
বলিউডের বাঙালি অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন রানি মুখার্জি
প্রথম নিউজ, ডেস্ক : বলিউডের বাঙালি অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন রানি মুখার্জি। বাংলা সিনেমা দিয়ে যাত্রা করলেও হিন্দি সিনেমার দুনিয়া মাতিয়েছেন তিনি অভিনয় ও গ্ল্যামার দিয়ে। শাহরুখসহ বলিউডের নামজাদা সব খান ও নায়কদের বিপরীতে উপহার দিয়েছেন সুপারহিট অনেক সিনেমা।
বিয়ে করেছেন প্রযোজক যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়াকে। সুখের সংসারে আলো ছড়ায় এক সন্তান। এবার জানা গেল, আরও এক সন্তানের মা হতে চলেছেন তিনি।
‘দ্য কপিল শর্মা শো’-তে এসে নিজেই জানালেন রানি, দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন।
ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক চর্চা মোটেই পছন্দ নয় এই অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকেন। অন্যদিকে নায়িকার স্বামী তো মিডিয়ার ক্যামেরার সামনেও ধরা দেন না। কিন্তু সম্প্রতি নিজের দাম্পত্য জীবন নিয়ে বড়সড় বোমা ফাটালেন এই বঙ্গ সুন্দরী।
আপতত ‘বান্টি অউর বাবলি ২’-এর প্রচারে ব্যাপক ব্যস্ত অভিনেত্রী। তার প্রচারেই এসেছিলেন কপিলের কমিডে শোতে।
সেখানে রানি তার ছয় বছরের মেয়ে আদিরার কথা বলতে গিয়ে স্পষ্ট জানান, এই বয়স থেকেই বাবা-মায়ের উপর ছড়ি ঘোরায় সে। নায়িকার কথায়, বাড়ির একমাত্র মেয়ে হওয়ার ফায়দা তুলতে চায় আদিরা।
রানি বলেন, ‘আমি তো চাই যে কেউ আসুক যে আদিরার রাজত্বে ভাগ বসাবে। কিন্তু আমার বর রাজি হচ্ছে না। আমরা শিগগিরই সুখবর দিতে চাই।’
‘বান্টি অউর বাবলি ২’ ছবিতে রানি মুখার্জির বিপরীতে অভিনয় করবেন সাইফ আলি খান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: