এবারেও হচ্ছে না ঢাকা ফোক ফেস্ট

প্রথম নিউজ, ডেস্ক : করোনার কারণে চলতি বছরের ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট আয়োজনটি স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান মিডিয়া কম লিমিটেডের সিওও (চিফ অপারেটিং অফিসার) অজয় কুমার কুণ্ডু।
তিনি বলেন, ‘করোনার কারণে আয়োজনটি আমরা করছি না। এটা তো শুধু আমাদের ওপর নির্ভর করে না, অন্য অনেক বিষয় থাকে। এই বছর ফোক ফেস্ট হচ্ছে না, এটা নিশ্চিত।’
গেল বছরও করোনাভাইরাসের কারণে আয়োজনটি স্থগিত করা হয়। সবশেষ ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে লোকসংগীতের সুরের মূর্ছনায় মেতেছিলেন দর্শক।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশনের আয়োজনে ২০১৫ সালে প্রথমবারের মতো পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: