অস্কারে নতুন ইতিহাস! বধির অভিনেতা জিতলেন পুরস্কার
প্রথম নিউজ, ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। দীর্ঘ ৯৪ বছর ধরে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরো সিনে দুনিয়ার মানুষ এই পুরস্কারের জন্য মুখিয়ে থাকেন। সোমবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় ভোরে ৯৪তম আসরের বিজয়ীদের হাতে কাঙ্ক্ষিত স্বর্ণমূর্তি তুলে দেওয়া হয়।
এই আসরেই তৈরি হয়েছে নতুন এক ইতিহাস। একজন বধির অভিনেতা জিতে নিয়েছেন সেরা সহ-অভিনেতার পুরস্কার। তার নাম ট্রয় কোটসার। ‘কোডা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে তিনি পুরস্কারটি পেয়েছেন।
অস্কারের ৯৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বধির অভিনেতা পুরস্কার পেলেন। এর আগে অবশ্য বধির অভিনেত্রী মার্লি ম্যাটলিন পুরস্কার পেয়েছিলেন। ১৯৮৭ সালে ‘চিলড্রেন অব আ লেজার গড’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন।
‘কোডা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক বধির পরিবারকে ঘিরে। সেই পরিবারের কর্তার ভূমিকায় অভিনয় করেছেন ট্রয়। তার ছেলে ও স্ত্রী বধির। তবে একমাত্র মেয়ে থাকে স্বাভাবিক। মেয়েটার গানের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ এবং পরিবার সামলাতে অনন্য এক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয় মেয়েটিকে।
‘কোডা’ সিনেমার দৃশ্যে ট্রয়
কথা বলতে না জানলেও অভিনয়ে বাজিমাৎ করেছেন ট্রয়। তাই অস্কার কমিটি তাকে যথাযথ সম্মান দিতে ভুল করেনি। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারও পেয়েছে এই ‘কোডা’।
উল্লেখ্য, ট্রয় কোটসারের জন্ম ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়। তার বয়স যখন নয় মাস, তখনই তার বাবা-মা বুঝতে পারেন, তিনি কথা বলতে পারেন না। এরপর আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে শুরু করেন তারা। সেই ভাষা আয়ত্বের পর ট্রয় ধীরে ধীরে বিনোদন জগতে জড়িয়ে পড়েন। দীর্ঘ তিন দশক ধরে থিয়েটার, টেলিভিশন ও সিনেমায় কাজ করছেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews