খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন নয়াপল্টনে
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচি রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
ন্যাশনাল পিপলস্ পার্টির-এনপিপির (একাংশ) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি’ জানানো হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বেশ কয়েকবার কর্মসূচির অনুমতি চেয়েছি। তবে আমাদের কোনো জায়গা দেওয়া হয়নি। এজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আশা করছি, আপনারা সবাই থাকবেন। সবাইকে গণঅনশন কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
এনপিপির (একাংশ) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।
আলোচনা সভায় সঞ্চালনা করেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: