এক মাস কথা বলা ও গান গাওয়া বন্ধ সাহানা বাজপেয়ীর
সংগীতশিল্পী সাহানা বাজপেয়ী অসুস্থ
প্রথম নিউজ ডেস্ক : সংগীতশিল্পী সাহানা বাজপেয়ী অসুস্থ। স্বরযন্ত্রে রক্তক্ষরণের জন্য প্রায় এক মাস কথা বলা বন্ধ রয়েছে। গাইতে পারছেন না গানও। সাহানা নিজেই তার ফেসবুকে জানিয়েছেন এই খবর।
তিনি এক স্ট্যাটাসে লিখেছেন, ‘স্ট্রোবোস্কোপিক পরীক্ষা হয়েছে সম্প্রতি। তাতে দেখা গিয়েছে আমার স্বরযন্ত্রে ভালমতো রক্ষক্ষরণ হয়েছে। আমাকে মাসখানেক গান গাইতে, কথা বলতে বা চিৎকার করতে বারণ করা হয়েছে।’
এর পরই খানিক কৌতুক মিশিয়ে সাহানা লিখেছেন, ‘এই পরিস্থিতির সঙ্গে আপনারা দয়া করে মানিয়ে নিন। আমি নিজেও আমার এই নীরবসত্তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটি আমার এমন এক সত্তা, যা আমি এ যাবৎকাল নিজেই আবিষ্কার করে উঠতে পারিনি। যাদের উপর আমি চিৎকার করি, তাদের একটু দূরে থাকার অনুরোধ করছি। আমি নিজের সঙ্গেও এই দূরত্ব তৈরি করছি।’
বেশ কিছু দিন যাবৎ গবেষণার কাজের জন্য সাহানা রয়েছেন কখনও শান্তিনিকেতন, কখনও কলকাতায়। এর মধ্যে একাধিক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। কয়েক ঘণ্টা আগে সাহানার এই পোস্টের পরই শিল্পী নিজে ফেসবুকে তার সাম্প্রতিক একটি গানের লিঙ্ক শেয়ার করেছেন।
লালনের ‘জাত গেল’ গানটি নয়া আঙ্গিকে উপস্থাপন করেছেন তিনি। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের হয়ে রেকর্ড করেছেন ‘মুখ ফেরায়ে না মন’ গানটি।
সাহানার কন্ঠে রবীন্দ্রসংগীত থেকে লোকগান শোনা গেছে একাধিক মাধ্যমে। অনেক চলচ্চিত্রেও গান গেয়েছেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: