সহায়তা না পেয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন অফিসে ভাঙচুর আহতদের

সহায়তা না পেয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন অফিসে ভাঙচুর আহতদের

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষে ভাঙচুর চালিয়েছেন জুলাই গণ–অভ্যুত্থানে আহত বেশ কয়েকজন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দ্বিতীয় ধাপের টাকা দেয়ার তারিখ কয়েক দফা পেছানোর ঘটনায় ক্ষিপ্ত হয়ে  জুলাই যোদ্ধারা এ ঘটনা ঘটান।

প্রত্যক্ষদর্শী ও বাংলাদেশ মেডিকেল কলেজে চিকিৎসাধীন জুলাই যোদ্ধা মো. ওবায়দুল হক মানবজমিন কে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুত অর্থ সহায়তা না পেয়ে তারা আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। তাদের দাবি,গত ৪ঠা জুলাই দ্বিতীয় দফার সহায়তার টাকা দেয়ার কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। কিন্তু টাকা দেয়নি ফাউন্ডেশন। এছাড়াও সেদিন শুক্রবার থাকায় ফাউন্ডেশন বন্ধ ছিলো। পরে ৭ই জুলাই ফাউন্ডেশনে গেলে সিইও মঙ্গলবার টাকা দেয়ার কথা জানান। পরে আজকে টাকার জন্য জুলাই যোদ্ধারা গেলে, সিইও জানান, এখনো সব চেকে স্বাক্ষর করা হয় নাই। আগামী রোববার অর্থাৎ ১৩রা জুলাই টাকা দেয়ার কথা জানান। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে উপস্থিত একজন লাথি মারলে ফাউন্ডেশনের কক্ষের কাচের দরজার নীচের অংশ ভেঙে যায়। এছাড়াও উত্তেজিত হয়ে আহত কয়েকজন অফিসে তালা লাগান এবং ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে ভাঙচুর করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় ২০-২৫ জন আহত ব্যক্তি।

এ বিষয়ে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর গণমাধ্যমকে বলেন, আহতদের অনেকেই মানসিক ট্রমায় আছেন। তাদের রাগ–ক্ষোভের প্রেক্ষাপট আছে। আমরা অভিযোগ করছি না। গুরুতর আহতদের অনেককেই দ্বিতীয় ধাপে টাকা দেয়া হয়েছে, বাকিদেরও ধাপে ধাপে দেয়া হবে।

তিনি আরও জানান, দ্বিতীয় ধাপে ৮০৬ জনকে টাকা দেয়া হয়েছে এবং ৭ কোটি টাকার তহবিল থেকে ধারাবাহিকভাবে সহায়তা কার্যক্রম চলবে। পাশাপাশি ৩৯ জন ভুয়া আহত ও চারজন শহীদের নাম বাতিলের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ভাঙচুরের পর আহতদের সঙ্গে আলোচনায় বসে ফাউন্ডেশন। আলোচনার শেষে সিইও কামাল আকবর জানান, আগামী রোববার থেকে দ্বিতীয় দফার টাকা দেয়া শুরু হবে।