সেল্টাকে হারিয়ে শিরোপা দৌড়ে বার্সাকে চাপে রাখলো রিয়াল

প্রথম নিউজ, খেলা ডেস্ক: লা লিগার শীর্ষস্থান দখলের লড়াইয়ে বার্সেলোনার ওপর চাপ বজায় রাখলো রিয়াল মাদ্রিদ। রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে সেল্টা ভিগোকে ৩-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়াল ৭৫ পয়েন্টে, যেখানে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৭৯। পরবর্তী ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াইয়ে নির্ধারিত হতে পারে চলতি মৌসুমের শিরোপার ভাগ্য।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। কিন্তু গোলের দেখা পেতে ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। লুকাস ভাসকেজের সঙ্গে ছোট পাসে বল আদানপ্রদান করে বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন তুর্কি তরুণ আরদা গুলার। এর মাত্র ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। জুড বেলিংহ্যামের দারুণ এক পাস পেয়ে ডান পায়ের ফিনিশিংয়ে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেল্টা ভিগো, কিন্তু প্রতি-আক্রমণে রিয়াল আরও একটি গোল আদায় করে নেয়। ৪৮ মিনিটে আবারও গোলের দেখা পান এমবাপ্পে, এবার আরদা গুলারের দুর্দান্ত থ্রু বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তবে সেল্টাও সহজে হাল ছাড়েনি। ৬৯ মিনিটে জাভি রদ্রিগেজের গোলে ব্যবধান কমায় তারা। এরপর ৭৬ মিনিটে আসপাসের অ্যাসিস্ট থেকে উইলিয়ট সোয়েডবার্গ আরও একটি গোল করলে ম্যাচ জমে ওঠে। শেষ সময়ে রিয়াল কিছুটা চাপে থাকলেও ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে শিরোপার দৌড়ে টিকে রইল রিয়াল মাদ্রিদ। তাদের পরবর্তী ম্যাচ ‘এল ক্লাসিকো’—যেখানে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল।