কোটি টাকার বিদ্যুৎ বিল মওকুফের দাবি ফেডারেশনগুলোর
অনেক দিন পর সভায় বসেছিল জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম
প্রথম নিউজ, ডেস্ক : অনেক দিন পর সভায় বসেছিল জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম। ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদকদের নিয়ে এই ফোরাম গঠিত। গতকাল হ্যান্ডবল স্টেডিয়ামে ১৫-১৭ টি ফেডারেশনের সাধারণ সম্পাদক সেই সভায় উপস্থিত ছিলেন। নিজেদের আভ্যন্তরীণ সমস্যা ছাড়াও কিছু সাধারণ বিষয় আলোচনা হয়েছে সেই সভায়।
কালকের সভার পর ফেডারেশন ফোরামের পক্ষ থেকে বিদ্যুৎ বিল মওকুফের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়। অনেক ফেডারেশনের বড় অঙ্কের বিল বকেয়া রয়েছে। সেই বিলের বোঝা সইতে পারছে না ফেডারেশনগুলো।
বাংলাদেশ হকি ফেডারেশনের বিল বকেয়া রয়েছে ৬৬ লাখ। এই টাকা হকি ফেডারেশনের পক্ষে দেয়া সম্ভব নয় বলে জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, ‘আমাদের ফেডারেশনের কোনো আয় নেই। এর উপর এত দিনের বকেয়া ও চলতি বিল মিলিয়ে ৬৬ লাখ টাকা দেয়া সম্ভব নয়।’ হকি ফেডারেশনের মতো আরো অনেক ফেডারেশনের বিল বকেয়া আছে কয়েক লাখ টাকা।
জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের সভাপতি ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘আমাদের অনেক ফেডারেশনের কোনো আয় নেই। জাতীয় ক্রীড়া পরিষদ খুব অল্প বাজেট দেয়। আমরা পৃষ্ঠপোষকতা যোগাড় করে খেলা আয়োজন করি। সেখান থেকে যদি বিল দিতে বড় অংশ চলে যায় তখন খেলা পরিচালনা করা কষ্টসাধ্য হয়। আশা করি জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের বিষয়টি বিবেচনা করবে।’
অনেক ফেডারেশনের বিল বকেয়া থাকলেও শ্যুটিং, সাঁতার সহ কয়েকটি ফেডারেশন নিয়মিত বিল পরিশোধ করছে। দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন ক্রিকেট বোর্ডের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়েছিল ২০১৪ সালে বকেয়ার জন্য। সেই সময় ক্রিকেট বোর্ডের বকেয়ার পরিমাণ ছিল কোটি টাকার উপর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার দিন ১০ লাখ টাকা দিয়ে তৎক্ষণাৎ পুনঃসংযোগ দেয়। গতকালের সভায় অবশ্য ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন না।
বিদ্যুৎ বিল ছাড়াও ফেডারেশনগুলোর আভ্যন্তনীণ কিছু সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। অনেক দিন ধরেই নিষ্ক্রিয় থাকা এই ফোরাম এখন থেকে নির্দিষ্ট সময় পর পর বৈঠক করারও সিদ্ধান্ত নিয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: