Motorola Edge 60s লঞ্চের কাউন্টডাউন শুরু

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মোটোরালা তাদের স্মার্টফোনের পোর্টফোলিও সম্প্রসারণ করতে চলেছে। আগামী ৮ মে চীনে লঞ্চ হতে চলেছে Motorola Edge 60s। উল্লেখ্য, আগের মাসে ব্র্যান্ডটি Motorola Edge 60 সিরিজ ও Razr 60 সিরিজ বিশ্ব বাজারে এনেছে। এরমধ্যে Edge 60 সিরিজে অন্তর্ভুক্ত আছে এজ ৬০, এজ ৬০ স্টাইলাস, এজ ৬০ ফিউশন, এবং এজ ৬০ প্রো। অন্যদিকে রেজর ৬০ সিরিজে আছে দুটি মডেল – রেজর ৬০ এবং রেজর ৬০ আল্ট্রা।
Motorola Edge 60s এর মাইক্রো সাইট লাইভ হয়েছে
মোটোরোলা চীনে ৮ মে একটি ডেডিকেটেড লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। যেখানে মোটোরোলা এজ ৬০এস স্মার্টফোনের উপর থেকে পর্দা সরানো হবে। তবে এটি মূলত Motorola Edge 60 Fusion এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে। ইতিমধ্যেই নয়া ডিভাইসটির জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে।
Motorola Edge 60s এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
মোটোরোলা এজ ৬০এস ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি P-OLED ক়ার্ভ-এজ প্যানেল, যা ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট ওয়্যারড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য মোটোরোলা এজ ৬০এস স্মার্টফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পিছনের দিকে দেখা যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যা একটি Sony LYT-700C সেন্সর এবং এতে OIS (অপ্টিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্ট করবে। সাথে মিলবে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।
এটি IP68/69 রেটেড চ্যাসিস সহ আসবে, অর্থাৎ এটি জল ও ধুলো প্রতিরোধী। ফোনটি ৮.২ মিমি পুরু এবং ওজন ১৯০ গ্রাম। Motorola Edge 60s ডিভাইসটি মিণ্ট, পিঙ্ক এবং পার্পল কালার অপশনে এসেছে।