বিপদমুক্ত পবনদীপ, হাসপাতাল থেকে ছবি প্রকাশ

বিপদমুক্ত পবনদীপ, হাসপাতাল থেকে ছবি প্রকাশ

প্রথম নিউজ, অনলাইন:   সড়ক দুর্ঘটনায় আহত ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী সংগীতশিল্পী পবনদীপ রাজন এখন অনেকটাই বিপদমুক্ত। হাসপাতাল থেকেই গায়কের একটি ছবি প্রকাশ করা হয়েছে যা দেখে স্বস্তির নিশ্বাস ফেলছেন ভক্ত-অনুরাগীরা। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত দুই দিন ধরেই আইসিইউতে রয়েছেন পবনদীপ। গায়কের জ্ঞান ছিল না।
তবে জ্ঞান ফেরার পর তার একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে হাসি মুখেই পোজ দিতে দেখা যাচ্ছে গায়ককে। পাশেই ছিল ডাক্তার। ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তার ভক্তরা।
মুহুর্তেই ভাইরাল হয়েছে ছবিটি। 

ভাইরাল ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে পবনদীপ। মুখ ফুলে গেছে। তবে শতকষ্টেও তিনি হাসছেন।
প্রাথমিক চিকিৎসার পর পবনদীপকে দিল্লিতে রেফার করা হয়েছে। তার হাত এবং দুই পায়ে ফ্র্যাকচার রয়েছে। তবে এখন আগের থেকে অনেক বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

এর আগে গত ৫ মে উত্তরপ্রদেশের মোরাদাবাদের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পবনদীপ রাজন। তিনি ছাড়াও আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
এরপর হাসপাতালে ভর্তি করা হয় এ গায়ককে। ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলে অস্ত্রোপচার। জানা যায়, আহমেদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে বিমান ধরতে যাচ্ছিলেন তিনি। গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার জেরে নিয়ন্ত্রণ হারায় গাড়ি। ধাক্কা লাগে ট্রাকের সঙ্গে। চালকসহ দুজন যাত্রীই গুরুতর জখম হন। যার মধ্যে একজন পবনদীপ। 
পবনদীপ রাজন ভারতের উত্তরাখণ্ডের চম্পাবত জেলার বাসিন্দা। ২০২১ সালে ইন্ডিয়ান আইডল-এর ১২তম সিজনের বিজয়ী তিনি। এর আগে পবনদীপ ২০১৫ সালে ‘দ্য ভয়েস ইন্ডিয়া শো’র বিজয়ী ছিলেন। সুরেলা কণ্ঠ ও ভিন্নধর্মী গায়কীর জন্য বেশ জনপ্রিয়তা পান এ গায়ক।