সচিবালয়ের ভেতরে আন্দোলনকারীরা, লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, আহত ৩৫

সচিবালয়ের ভেতরে আন্দোলনকারীরা, লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, আহত ৩৫

প্রথম নিউজ, অনলাইন: গভীর রাতে এইচএসসি পরীক্ষা বন্ধের ঘোষণায় শিক্ষা উপদেষ্টা ও সচিবের অপসারণ চেয়ে গতকাল বিক্ষোভ হয়েছে সচিবালয় এলাকায়। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের একটি অংশ গেট ঠেলে সচিবালয়ে প্রবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। সচিবালয় থেকে বের করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। চলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। সংঘর্ষের ঘটনায় অর্ধ শতাধিক আহত হয়েছেন। ওদিকে বিক্ষোভ চলার সময়েই শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণ করার ঘোষণা দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন। 

গতকাল দুপুর আড়াইটার দিকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মধ্যরাতের পর এইচএসসি পরীক্ষা স্থগিত করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা এই বিক্ষোভে নামেন বলে আন্দোলনকারীরা জানান। যদিও এই বিক্ষোভে শিক্ষার্থী নন এমন অনেককে দেখা যায়। পরীক্ষা স্থগিতে মধ্যরাতের পর সিদ্ধান্ত দেয়ায় সাধারণ পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। অনেকে পরীক্ষার দেয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

এদিকে, এইচএসসি পরীক্ষার্থীদের নামে শত শত শিক্ষার্থী গতকাল বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে ফটক ধাক্কা দিয়ে খুলে সচিবালয়ের ভেতরে হঠাৎ প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কিছু লোককে দেয়াল টপকেও সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। তাদের কাউকে শিক্ষার্থী মনে হয়নি। 

সচিবালয়ে ভেতরে প্রবেশ করে ভাঙচুর করা শুরু করলে আন্দোলনকারীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দিলে বিকাল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। 

শিক্ষার্থীদের নামে আন্দোলন করাদের সঙ্গে বয়স্ক এবং অছাত্র অনেককে দেখা গেছে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

বিকাল সাড়ে ৪টায় সচিবালয়সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ফের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটে একদল পুরানা পল্টন মোড়ের দিকে এবং আরেক দল বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের দিকে সরে যান। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের একটি অংশকে স্টেডিয়াম এলাকায় অবস্থান করতে দেখা যায়। 

শাহবাগ থানার ওসি খালেদ মনসুর মানবজিমনকে বলেন, ঘটনাস্থল থেকে ৪ জনকে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। ওই ঘটনায় কোনো গুলি হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, না।

এর আগে বেলা আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ এমন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলেন, অনেক সমালোচনার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে গভীর রাতে। এই সিদ্ধান্ত আগে কেন নেয়া হলো না-এমন প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করছেন তারা। তাদের দাবি, গভীর রাতে এই সিদ্ধান্ত আসায় অনেক শিক্ষার্থী বিভ্রান্ত হয়েছে। তারা এই তথ্য জানতেই পারেনি। ফলে অনেকে আজ পরীক্ষাকেন্দ্রে চলে গেছে! বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারের ওপর ক্ষোভ প্রকাশ করে তার পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা। এ ছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যে ছয়টি দাবির কথা জানিয়েছেন সেগুলোও তুলে ধরছেন তারা।

ফ্যাসিবাদ সুযোগ নিতে চাইলে প্রতিহত করা হবে: পতিত ফ্যাসিবাদ কোনো সুযোগ নিতে চাইলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান গতকাল দলীয় কার্যালয়ে এক বৈঠকে বলেন, আমাদের কষ্ট ও বেদনার সমাধান আমরাই করবো। কিন্তু কোনো অবস্থাতেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ নিতে দেয়া যাবে না।  তিনি বলেন, যেভাবে গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করা হয়েছে তাতে আমরা শঙ্কা বোধ করছি, পতিত ফ্যাসিবাদ হয়তো সুযোগ নিতে চাইছে। ফ্যাসিবাদের পলাতক নেতাদের অনলাইন কার্যক্রমও তেমনি ইঙ্গিত দেয়। তিনি বলেন, রাত ৩টার সময়ে পরের দিনের পরীক্ষা স্থগিত ঘোষণা করায় এসব নিয়ে বিরক্তি ও ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু সেই বিরক্তি ও ক্ষোভকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদ যাতে কোনো ধরনের সুযোগ নিতে না পারে সেই বিষয়েও সতর্ক থাকতে হবে।