‘যুদ্ধ শেষ হয়নি’— ইরানকে হুঁশিয়ারি ইসরায়েলী সেনাপ্রধানের

‘যুদ্ধ শেষ হয়নি’— ইরানকে হুঁশিয়ারি ইসরায়েলী সেনাপ্রধানের

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। তিনি বলেন, ‘ইরান ও তার মিত্রদের এখনো আমাদের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। অভিযান এখনো শেষ হয়নি।’ মঙ্গলবার (২২ জুলাই) সামরিক মূল্যায়ন বিষয়ক এক বৈঠকে তিনি এ কথা বলেন। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তার বক্তব্য তুলে ধরা হয়।

সেনাপ্রধান জানান, তিনি সেনাবাহিনীকে ‘বৃহৎ ও ব্যাপক পরিসরের অভিযান’ চালানোর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সিরিয়া, হিজবুল্লাহ ও পশ্চিমতীর (জুডিয়া-সামারিয়া) এলাকায়। গাজা যুদ্ধ প্রসঙ্গে ইয়াল জামির বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে এটি অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ। এতে আমাদের চড়া মূল্য দিতে হচ্ছে। তবে আমরা জিম্মিদের মুক্তি ও হামাসকে ধ্বংস না করা পর্যন্ত থামব না।’
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই যুদ্ধ ধ্বংস করেছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ও তৈরি করেছে ভয়াবহ মানবিক সংকট।