প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ভারতের হরিয়ানায় পশ্চিমবঙ্গের ছয়জন মুসলিম শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুগ্রামে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। জানা গেছে, আটক ব্যক্তিরা সবাই পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা এবং বহু বছর ধরে গুরুগ্রামে ভাসমান শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’-এর সাধারণ সম্পাদক আসিফ ফারুক জানান, বাদশাহপুর থানার এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তাকে ছয়জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের ‘গ্রেপ্তার’ করা হয়নি বলে দাবি পুলিশের। এ ঘটনায় মালদা জেলার যুগ্ম শ্রম কমিশনারের কাছে লিখিত অভিযোগও জমা হয়েছে।
এদিকে একই দিনে কলকাতায় এক সমাবেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেন, বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্তা করা হচ্ছে। শুধু বাংলা বলার জন্য অনেককে বাংলাদেশি সন্দেহে আটক ও গ্রেপ্তার করা হচ্ছে, এমনকি কাউকে কাউকে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে। মমতা বলেন, ‘বাংলা ভাষার ওপর সন্ত্রাস চলছে। দরকার হলে আবার ভাষা আন্দোলন শুরু হবে।’
গত কয়েক মাসে দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র ও ওড়িশায় বহু বাংলাভাষীকে ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে আটক করা হয়েছে। অনেককে বাংলাদেশে পুশ ইন করার ঘটনাও সামনে এসেছে। তবে এর মধ্যে প্রকৃত বাংলাদেশির পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রকৃত বাসিন্দারাও রয়েছেন বলে অভিযোগ রয়েছে।