বিজেপির ঘুম কেড়ে নেয়ার জন্য দুটি শব্দই যথেষ্ট- 'খেলা হবে'- মমতার মন্তব্য

বিজেপির ঘুম কেড়ে নেয়ার জন্য দুটি শব্দই যথেষ্ট- 'খেলা হবে'- মমতার মন্তব্য

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে একটি পোস্ট করেছেন। সেই পোস্টের দু’টি শব্দকে কেন্দ্র করে ফের সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূলনেত্রীর মন্তব্য, ‘বিজেপির ঘুম কেড়ে নেয়ার জন্য  দু’টি শব্দই যথেষ্ট- ‘খেলা হবে’। জোরে বলুন, দেখুন ওরা কীভাবে অস্বস্তিতে পড়’।

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের একবার সোশ্যাল মিডিয়ায় ‘খেলা’র ডাক মুখ্যমন্ত্রীর। একসময় যা ছিল নির্বাচনী স্লোগান, এখন তা হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা। অনেকের মতে, এই টুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রী ফের একবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে লড়াইয়ের বার্তা দিলেন। সংশ্লিষ্ট মহলের মতে, ২০২১ সালের নির্বাচনে যেভাবে 'খেলা হবে” স্লোগান তৃণমূলের অন্যতম অস্ত্র হয়ে উঠেছিল, এবারও সেই একই অস্ত্রে শান দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই জেলায় জেলায় ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখেই প্রচার প্রস্তুতি শুরু হয়েছে। নেতাদের বিশ্বাস, “এই স্লোগানের মধ্যেই লুকিয়ে আছে লড়াইয়ের বার্তা, যা ফের একবার বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দেবে।” তবে পাল্টা দিতে ছাড়েনি গেরুয়া শিবিরও। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর কটাক্ষ, “মানুষ খেলা নয়, উন্নয়ন দেখতে চায়। খেলার নামে দুর্নীতির যে ছবি মানুষ দেখেছে, এবার তারা তার জবাব দেবে ভোটে।”

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরনোদের গুরুত্ব দিয়ে রাজ‌্য বিজেপির পদাধিকারীদের নয়া কমিটি ঘোষণা করবেন শমীক। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে কমিটির রদবদল নিয়ে আলোচনাও  করেছেন তিনি।

কয়েকটি মোর্চার মাথাও বদল হচ্ছে। প্রধান মুখপাত্র পদে পুরনো কাউকে দেখা যাবে। বদল হবে মিডিয়ার একাধিক মুখ। ছাব্বিশের ভোটের আগে রাজ‌্য কমিটিতে নতুন হাওয়া আনতে চাইছেন শমীক। তবে বর্তমান কমিটির সকলেই টেনশনে, কে থাকবেন আর কে বাদ যাবেন, তা নিয়ে। তবে বিজেপির লক্ষ্য একটাই পশ্চিমবঙ্গে মাটি শক্ত করা।