পান্তকে নিয়ে বড় দুঃসংবাদ শুনল ভারত

প্রথম নিউজ, খেলা ডেস্ক: শঙ্কা ছিল এমন কিছু হতে পারে। হয়েছেও। ঋষভ পান্তের পায়ের আঙুল ভেঙে গেছে। তা সারতে অন্তত ৬ সপ্তাহ সময় লাগবে। তার মানে, ম্যানচেস্টার টেস্ট তো বটে, অ্যান্ডারসন-টেন্ডুলকার টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন ভারতের সহ অধিনায়ক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বোর্ডের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, ‘স্ক্যান রিপোর্টে পান্তের পায়ের চিড় দেখা গেছে। ছয় সপ্তাহের জন্য তাকে পাওয়া যাবে না। চিকিৎসকেরা চেষ্টা করছেন যাতে ব্যথার ওষুধ খাইয়ে ওকে ব্যাট করতে নামানো যায়। এখনও হাঁটাচলার জন্য কারও কাঁধে ভর দিতে হচ্ছে ওকে। ব্যাটিংয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ।’
বোর্ডের বরাতে একাধিক মিডিয়া অবশ্য জানিয়েছে, এত বড় ঝুঁকি নেবে না ভারত। ব্যাটিং করবেন না পান্ত। তবে তারকা এই উইকেটরক্ষক ব্যাটার যদি একান্তই এই টেস্টে ব্যাট করতে না পারেন, তা হলে একজন কম নিয়েই খেলতে হবে ভারতকে। সে ক্ষেত্রে মাত্র ১০ জন ব্যাট করার সুযোগ পাবেন। উইকেটকিপিংয়ের ভার সামলে দেবেন ধ্রুব জুরেল।
ওল্ড ট্র্যাফোর্ডে ৩৭ রানে ব্যাট করার সময় চোট পান ভারতের উইকেটকিপার। মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে গলফ-বাগি করে বাইরে যেতে হয় তাকে। পরে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই আসে দুঃসংবাদ।