২১ বছর পর নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে পাকিস্তান
প্রথম নিউজ, ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী আগস্ট মাসে নেদারল্যান্ডস সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। ২০২০ সালের জুনে হওয়ার কথা ছিল এই সিরিজ। তখন করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল এ সিরিজটি।
বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় দুই দলের জন্যই অতীব গুরুত্বপূর্ণ এই তিন ওয়ানডে ম্যাচ। রটারদামের ভিওসি ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচ তিনটি। প্রায় ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হতে চলেছে এ দুই দল।
১৯৯৬ ও ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয় এ দুই দল। তিনবারই জিতেছে পাকিস্তান।
বর্তমানে দশ ম্যাচে দুই জয়ে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে ১২ ম্যাচে ছয় জয় নিয়ে নয় নম্বরে অবস্থান করছে পাকিস্তান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews