এশিয়ার সেরা হয়ে সোনা জিতলেন রোমান-নাসরিন

 এশিয়ার সেরা হয়ে সোনা জিতলেন রোমান-নাসরিন
এশিয়ার সেরা হয়ে সোনা জিতলেন রোমান-নাসরিন-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় মুশফিক-তামিমদের জয়ের রেশ কাটতে না কাটতেই আরেকটি আনন্দের উপলক্ষ্য এনে দিলেন আরচ্যাররা। 
থাইল্যান্ডে এশিয়া কাপ আরচ্যারি স্টেজ-১ এ আজ (শনিবার) মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। 

রোমান সানা-নাসরিন আক্তার জুটি ৫-৩ সেটে ভারতীয় জুটিকে হারায়। রোমান সানা তার ব্যক্তিগত রিকার্ভ ও পুরুষ রিকার্ভে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও মিশ্র বিভাগে স্বর্ণের স্বাদ পেলেন। 

রোমানের আর স্বর্ণের সম্ভাবনা না থাকলেও ত্রিমুকুট পাওয়ার সম্ভাবনা আছে নাসরিনের। কিছুক্ষণ পর নাসরিন, দিয়া সিদ্দিকীদের নারী রিকার্ভ দল ভারতের মুখোমুখি হবে স্বর্ণের লড়াইয়ে। এরপর রয়েছে অল বাংলাদেশ ফাইনাল। 

যেখানে দিয়া সিদ্দিকীর প্রতিপক্ষ নাসরিন আক্তার। এশিয়ান পর্যায়ে কোনো ফাইনালে বাংলাদেশের দুই ক্রীড়াবিদের উপস্থিতি এই প্রথম। ফলে সেই ফাইনালে স্বর্ন বাংলাদেশেই আসছে৷ 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom