হাসপাতালের বিছানায় ছেলেকে বুকে জড়িয়ে পরীমনি

হাসপাতালের বিছানায় ছেলেকে বুকে জড়িয়ে পরীমনি

প্রথম নিউজ, অনলাইন:   উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনায় গোটা দেশ শোকে মুহ্যমান। মর্মান্তিক সব ছবি ও ভিডিও দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কোমলমতি শিশুদের আহত ও নিহতের ছবি তাকে এতটাই নাড়া দিয়েছে যে, তিনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল বুধবার (২৩ জুলাই) হাসপাতাল থেকেই তার একটি ভিডিও প্রকাশ করা হয়, যা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন পরী। তার হাতে ক্যানোলা লাগানো। স্যালাইনের টিউব ঝুলছে পাশে। মাথার পাশে বসে আছে তার ছোট ছেলে পুণ্য।
পরী বারবার তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বুকের কাছে টেনে নিচ্ছেন, চোখে-মুখে স্পষ্ট ট্রমার ছাপ।

ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, এতটাই ট্রমাটাইজড হয়েছেন নায়িকা যেন নিজেকে শান্তনা দিতে ছেলেকে কাছে টেনে নিচ্ছেন। জড়িয়ে ধরছেন, শরীরে হাত নেড়ে দিচ্ছেন বারবার।
ভিডিওটি প্রকাশ করে পরীমনি লিখেছেন, ‘সব সময় কি সব ইমোশন কন্ট্রোল করা যায়! যায় না তো।’

পরীর অসুস্থতা নিয়ে চিন্তিত তার অনুরাগীরা। ভিডিওতে দেখা গেল তাদের মন্তব্য। একজন লিখেছেন, ‘বাবাটার (ছেলে পুণ্য) জন্য হলেও সুস্থ থাকো আপু, ওর আর কে আছে তুমি ছাড়া।’ কেউ লিখেছেন, ‘প্যানিক এটাক- যার হয় সেই বুঝে!’ কারো মন্তব্য, ‘মা পরী অসাধারণ।

উত্তরায় বিমান দুর্ঘটনার পরে প্যানিক অ্যাটাকের শিকার হন পরীমনি। ২২ জুলাই রাতেই তাকে ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসেই বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। যেখানে তিনি জানান, আগে থেকেই আগুনের প্রতি এক ধরণের ভয় রয়েছে তার। কিন্তু উত্তরার ঘটনা এতটাই প্রভাবিত করেছে, শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি হয়েছে।