ছুটির দিনে রুক্মিণীকে নিয়ে মেট্রো সফরে দেব
প্রথম নিউজ, ডেস্ক : টলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্র। তাদের নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে হঠাৎ করে সকাল সকাল যদি এই জুটিকে মেট্রো স্টেশনে দেখা যায়, তাহলে প্রশ্ন উঠতেই পারে।
ছুটির দিনে কলকাতা কবি সুভাষ মেট্রো স্টেশনে দেখা মেলে দেব-রুক্মিণীর। আসলে চলতি মাসেই মুক্তি পেতে চলেছে ‘কিশমিশ’ ছবি। সেই ছবিরই প্রচারে অংশ নিতে এই মেট্রো সফর। তবে শুধু দেব আর রুক্মিণীই নন, গোটা টিমই ছিল সেখানে।
সফরের সময় ফেসবুক লাইভেও আসেন দেব। সেখানে দেখা যায়, ট্রেনের ভেতর ‘কিশমিশ’ টিমের অনেকেই হাজির। ছিলেন ছবির প্রযোজক তথা অভিনেত্রী এনা সাহাও। দেব ও রুক্মিণী আবার ম্যাচ করে পরেছেন পোশাক। আর মুখে কিশমিশ ছবির গান
শুধু ট্রেন ভ্রমণ নয়, সিনেমাটির প্রচারে কলকাতার একটি শপিং মলেও হাজির হয়েছিলেন দেব-রুক্মিণী।
আসছে ২৯ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘কিশমিশ’। এর পরিচালক রাহুল মুখোপাধ্যায়। সিনেমাটিতে নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যাবে এই দুই তারকাকে।
ছকভাঙা এক প্রেমের গল্প বলবে ‘কিশমিশ’। তিনটা আলাদা সময়ের প্রেক্ষাপটে এই সিনেমার গল্প দেখানো হবে।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews