নেত্রকোনায় এনসিপি’র পদযাত্রা উপলক্ষে স্কুল বন্ধের নোটিশ নিয়ে তোলপাড়

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনায় পদযাত্রা উপলক্ষে পুলিশ লাইনস স্কুল দুইদিন বন্ধের নোটিশকে ফেক বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। প্রথমে স্কুলের তরফে তাদের ফেসবুক পেজে দু’দিন স্কুল বন্ধের নোটিশ দেয়া হয়। নোটিশে প্রধান শিক্ষক মো. আব্দুল মালেকের স্বাক্ষর ছিল। ওই নোটিশে বলা হয়, আগামী রোববার এনসিপি’র পদযাত্রা উপলক্ষে নেত্রকোনায় আসা পুলিশ ফোর্স এই বিদ্যালয়ে অবস্থান করবে। এজন্য রোববার ২৭শে জুলাই ও সোমবার ২৮শে জুলাই বিদ্যালয় বন্ধ থাকবে। মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে। ২৭ তারিখের পরীক্ষা ২৯ তারিখ অনুষ্ঠিত হবে। একটি রাজনৈতিক দলের পদযাত্রা উপলক্ষে দু’দিন স্কুল বন্ধ থাকবে এমন নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা সমালোচনা শুরু হয়। শুরু হয় নেতিবাচক প্রতিক্রিয়া।
এ নিয়ে স্কুল কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করা হয়। নেত্রকোনা জেলা পুলিশ সুপারের অধীনে পরিচালিত স্কুলের এমন নোটিশের কারণে জেলা পুলিশও বিব্রতকর অবস্থায় পড়ে। পরে স্কুল কর্তৃপক্ষ ওই নোটিশকে ‘ফেক’ জানিয়ে সকাল ১১টার পর নতুন করে একটি ‘প্রতিবাদলিপি’ দেয়। প্রধান শিক্ষকের স্বাক্ষরিত এই প্রতিবাদলিপিতে বলা হয়েছে, এনসিপি’র নেত্রকোনায় আগমন উপলক্ষে একটি বিভ্রান্তিমূলক নোটিশ একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছে। এটি স্কুলের বিরুদ্ধে দুরভিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর একটি ষড়যন্ত্র। প্রকৃতপক্ষে এটি সঠিক নয়। আগামী রবি ও সোমবার যথারীতি বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চলবে।
এদিকে, স্কুল বন্ধের নোটিশ চোখে পড়ায় অনেক গণমাধ্যম বিষয়টি নিয়ে জানতে চায় ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে। প্রায় সবার সঙ্গেই তিনি একই বক্তব্য দিয়ে বলেছিলেন, এনসিপি’র সমাবেশ উপলক্ষে বাইরে থেকে বাড়তি পুলিশ আসবে, তাদের পুলিশ লাইনস স্কুলে থাকতে দেয়া হবে। তাই বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ে প্রায় ১০টির মতো বড় শ্রেণিকক্ষ আছে। আশা করি, থাকার সমস্যা হবে না। তিনি আরও জানান, বিদ্যালয়টিতে শিশুশ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ২৫০ জন শিক্ষার্থীকে ১৬ জন শিক্ষক পাঠদান করেন। কিন্তু সমালোচনার মুখে পড়ে আবার প্রধান শিক্ষক আগের নোটিশকে ফেক মন্তব্য করে বলেন, আগের নোটিশটি ‘ফেক’ ছিল। আগেরটিতে তার স্বাক্ষর ছিল না। কীভাবে কী হয়েছে, তিনি বুঝতে পারেননি। কোনো ধরনের চাপের মুখে সিদ্ধান্ত পরিবর্তনের কথাও অস্বীকার করেন তিনি।
নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেছেন, এটি ফেক নোটিশ ছিল। কেউ স্কুলের ফেসবুক হ্যাক করে নোটিশটি দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। স্কুলের পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি দেয়া হয়েছে। থানায় একটি জিডিও করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী রোববার দুপুরে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে পথসভা করবে এনসিপি। পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। কারণ গোপালগঞ্জে এনসিপি’র পথসভা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এরপর কক্সবাজারে এনসিপি’র এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে চকরিয়ায় মঞ্চ ভেঙে দেয়া হয়। এরপর থেকে দলটি যেখানে সমাবেশ করছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছেন। নেত্রকোনায় দলটির সমাবেশ ঘিরে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গেছে। এরমধ্যে বাইরে থেকে ৬৬ জন পুলিশ সদস্যকে আনা হবে। তাদের থাকার জন্যই নেত্রকোনা পুলিশ লাইনস স্কুল বন্ধ ঘোষণা করে নোটিশটি দেয়া হয়।