সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, ট্রলারসহ ৮০০ কেজি চিংড়ি জব্দ

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, ট্রলারসহ ৮০০ কেজি চিংড়ি জব্দ

প্রথম নিউজ খুলনা : সুন্দরবনের গহীনে বিশেষ অভিযান চালিয়ে ৮০০ কেজি বিষ প্রয়োগে শিকার করা চিংড়ি মাছসহ একটি ডাবল ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে বন বিভাগ। বুধবার রাত ১০টার দিকে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের অধীন ভোমরখালী বন টহল ফাঁড়ির এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শামীম রেজা মিটু।

এ সময় আরও ৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে অভিযুক্ত জেলেরা গহীন বনে পালিয়ে যায়। ভোমরখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. হাকিমসহ বন বিভাগের অন্যান্য সদস্যরাও অভিযানে অংশ নেন।
এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান। আদালতের অনুমতি নিয়ে জব্দ করা চিংড়ি মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।