রেকর্ডগড়া সেঞ্চুরিতে পন্টিং, ক্যালিস ও দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন রুট

প্রথম নিউজ, খেলা ডেস্ক: জো রুটের স্বপ্নযাত্রা চলছেই। ভারতের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে তিন অঙ্ক ছুঁয়েছেন এই ইংলিশ ব্যাটার। এর মধ্য দিয়ে একাধিক রেকর্ডে নাম উঠে গেছে তার। টেস্ট ক্যারিয়ারে এটি রুটের ৩৮তম সেঞ্চুরি। সেঞ্চুরির এই মাইলফলকে তিনি সঙ্গী হয়েছেন কুমার সাঙ্গাকারার। ১৩৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩৮ সেঞ্চুরির দেখা পান এই লংকান কিংবদন্তি। লাল বলের ক্রিকেটে রুটের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল শচীন টেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫) এবং রিকি পন্টিংয়ের (৪১)।
সেঞ্চুরির সংখ্যায় এখনো ক্যালিস-পন্টিংয়ের চেয়ে পিছিয়ে থাকলেও টেস্ট রানের দিক দিয়ে তাদের ছাড়িয়ে গেছেন রুট। ওল্ড ট্রাফোর্ড টেস্টে এক ইনিংসেই দ্রাবিড়, ক্যালিস এবং পন্টিংকে পিছু ঠেলে লাল বলের ক্রিকেটে এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন তিনি।
ওল্ড ট্রাফোর্ড টেস্টের তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত তার ব্যাটে এসেছে ১২১ রান। সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ারে তার রান সংখ্যা এখন ১৩,৩৮০। সাদা পোশাকের ক্রিকেটে তার চেয়ে বেশি রান আছে কেবল শচীনের (১৫,৯২১)।
রুটের এমন রেকর্ডগড়া দিনে ভারতের বিপক্ষে চালকের আসনে রয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে সফরকারীদের করা ৩৫৮ রানের বিপরীতে তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত ইংল্যান্ড তুলেছে ৪ উইকেটে ৪৩৩ রান।