এখনো নিখোঁজ ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক : মাইলস্টোন কর্তৃপক্ষ

এখনো নিখোঁজ ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক : মাইলস্টোন কর্তৃপক্ষ

প্রথম নিউজ, অনলাইন:   রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন প্রতিষ্ঠানটির তিন শিক্ষার্থী ও দুই অভিভাবক।

বুধবার রাত পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছেন স্কুল সেকশনের প্রধান শিক্ষক খাদিজা আক্তার। তিনি বিবিসি বাংলাকে বলেন, নিখোঁজ ব্যক্তিদের পরিবার থেকে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পরপরই আহত, নিহত ও নিখোঁজদের তালিকা তৈরি করতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে মাইলস্টোন কর্তৃপক্ষ।
বুধবার দিনভর একাধিকবার বৈঠকে বসেছে এই কমিটি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থাকা মর্গে এখনো শনাক্ত না হওয়া ৬টি মরদেহ রাখা আছে। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা চালানো হচ্ছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব পরিবারের সদস্য বা সন্তান নিখোঁজ রয়েছেন, তাদের মালিবাগের সিআইডি কার্যালয়ে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
দ্রুত ডিএনএ মিলিয়ে মরদেহ শনাক্তের চেষ্টা চলছে বলেও জানানো হয়।