ডিভাইডার টপকে মাইক্রোর উপরে উঠে গেল এনার বাস
সড়ক ডিভাইডার টপকে উঠে গেলো মাইক্রোবাসের উপরে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বাসটি এনা পরিবহনের।
প্রথম নিউজ, ঢাকা : বেপরোয়া বাস। সড়ক ডিভাইডার টপকে উঠে গেলো মাইক্রোবাসের উপরে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বাসটি এনা পরিবহনের। ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে হোটেল লা মেরিডিয়ানের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাসের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক আহত হন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এনা পরিবহনের ওই বাসটি উত্তরার দিক থেকে আসা মাইক্রোবাসের ওপরে উঠে যায়। বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ওসি সাব্বির আহমেদ জানান, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাস ও মাইক্রোবাস সড়ক থেকে সরিয়ে নেয়া হচ্ছে। এনা পরিবহন ও মাইক্রোবাসটি সরিয়ে নিতে যে ক্রেন আনা হয়েছিল তাতে সরানো যায়নি। পরে অন্য আরেকটি ক্রেন এনে বাস ও মাইক্রোবাস সরানোর চেষ্টা চলছে। দুর্ঘটনার পর থেকেই বিমানবন্দর-আব্দুল্লাহপুর সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: