রাজধানীতে যৌতুক দাবীতে স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর ডেমরায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে তার স্বামী নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা ইসলাম (১৯) সোমবার স্বামী সাইফুল ইসলাম অপুর (২৭) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেছেন। পুলিশ অপুকে ডগাইর পশ্চিমপাড়া ভুট্টু রোড এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। অপু ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক বছর আগে কুমিল্লার তিতাস থানার কদমতলী গ্রামের মো. জহিরুল ইসলামের মেয়ে ফাতেমার সঙ্গে বিয়ে হয় অপুর। এদিকে কয়েক মাস ধরে অপু ফাতেমার বাবার বাড়ি থেকে ব্যবসার জন্য যৌতুক হিসাবে ৫ লাখ টাকা এনে দেওয়ার জন্য তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। এ ঘটনায় মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।