প্রথম নিউজ, নাটোর: নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নাটোর বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাঈল হোসেন জানান, রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়ার দিকে আসছিল। পথিমধ্যে বড়াইগ্রামের তরমুজ পাম্প এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন যাত্রী নিহত হন। তিনি আরও জানান, মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।