ঝিনাইদহে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ-সার বিতরণ

প্রথম নিউজ, অনলাইন: ঝিনাইদহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে প্রণোদনা কর্মসূচির আওতায় ৮৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলা চত্বরে এসব বীজ বিতরণ করা হয়। প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর এ নবী উপস্থিত ছিলেন।
গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা হলো কৃষকদের গ্রীষ্মকালে পেঁয়াজ চাষে উৎসাহিত করার জন্য সরকারের একটি বিশেষ প্রকল্প। এই প্রকল্পের আওতায় কৃষকদের বিনামূল্যে ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী জানান, এই প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো- পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করা, পেঁয়াজের ঘাটতি মোকাবেলা ও অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা। প্রণোদনা বিতরণের পাশাপাশি, কৃষকদের পেঁয়াজ চাষ বিষয়ক প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তাও প্রদান করা হবে।