বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৮ জনের অবস্থা ক্রিটিক্যাল জানালেন পরিচালক

প্রথম নিউজ, অনলাইন: উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দীন। আজ বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে বার্ন ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি জানান, এই হাসপাতালে এখন ৪৪ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে আটজন ক্রিটিকাল, ১৩ জন সিভিয়ার এবং ২৩ জন ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে।
সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকের ব্যাপারে তিনি বলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। রোগীদের প্রত্যেকের ব্যাপারে তিনি খোঁজখবর নিয়েছেন।