আন্তর্জাতিকভাবে পুরস্কৃত ‘আঘাত’

প্রথম নিউজ, ডেস্ক : অস্ট্রেলিয়ায় নির্মাণ হয়েছে জায়েদ রিজওয়ান পরিচালিত সিরিজ ‘আঘাত’ বাংলা ও হিন্দি ভাষায় প্রকাশ হয়েছে। এটি একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। এরমধ্যে ‘লন্ডন ইনডিপেনডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডস’-এ সেরা ওয়েব সিরিজের পুরস্কার জিতেছে। ‘নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস’-এর ফাইনালিস্ট। ‘ভেগাস মুভি অ্যাওয়ার্ডস’-এর সেমিফাইনাল অবস্থায় আছে। এ ছাড়া ‘কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘হলিউড ইন্টারন্যাশনাল গোল্ডেন অ্যাওয়ার্ডস’ প্রতিযোগিতায় অফিশিয়াল সিলেকশন হয়েছে। ‘আঘাত’ সিরিজে অভিনয় করেছেন রণজয় বিষ্ণু, ইরফান সাজ্জাদ, বিপাশা কবির প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews