বিচ্ছেদের পর আবার একসঙ্গে আমির-কিরণ!

প্রথম নিউজ, ডেস্ক : গত বছরের ০৩ জুলাই দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছিলেন আমির খান ও কিরণ রাও দম্পতি। ‘হ্যাপি গো লাকি’ এই জুটির এভাবে আলাদা হওয়ার খবরে বেশ অবাক হয়েছিলেন বলিউড। বিচ্ছেদের পর সবাইকে আবারো একবার অবাক করলেন এই সাবেক দম্পতি। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায় নতুন একটি সিনেমাতে দুজন একসঙ্গে পরিচালনা এবং প্রযোজনার কাজ করবেন।
জানা যায়, এই সিনেমা তৈরি হবে ড্রামা কমেডির ওপর ভিত্তি করে। এই নিয়ে দ্বিতীয় সিনেমাতে পরিচালনার ভূমিকায় দেখা যাবে কিরণকে। এর আগে ২০১০ সালে নিজের প্রথম সিনেমা ‘ধোবি ঘাট’ তৈরি করেছিলেন আমির খানের এই প্রাক্তন স্ত্রী।
সিনেমাটির সুরকার রাম সম্পত এবং গীতিকারের ভূমিকায় রয়েছেন অমিতাভ ভট্টাচার্য। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে পুনেতে, পাশাপাশি মহারাষ্ট্রের বিভিন্ন শহরেও চলবে শুটিংয়ের কাজ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: